Monday, October 1, 2018

টাইফয়েড জ্বর


টাইফয়েড জ্বর কি ?
টাইফয়েড জ্বর (Typhoid fever) একটি সংক্রামক রোগ যা সালমোনেলা টাইফি (Salmonella Typhi) নামক এক ধরনের ব্যাক্টেরিয়ার সংক্রমনে হয় সাধারণত দূষিত খাবার বা পানির মাধ্যমে এই রোগের জীবাণু ছড়ায় আবার আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলেও রোগ হতে পারে সাধারনত সংক্রমনের থেকে সপ্তাহ পরে এই রোগের লক্ষন প্রকাশ পায় এই রোগের প্রধান লক্ষন সমূহের মধ্যে আছে জ্বর, মাথাব্যথা, বুকের উপর গোলাপি দাগ, লিভার বা প্লীহা বড় হয়ে যাওয়া, ডাইরিয়া কিংবা কোষ্ঠ্যকাঠিন্য ইত্যাদি


টাইফয়েড জ্বরের কারণ কি ?
টাইফয়েড একটি পানি বাহিত মারাত্মক রোগ যা দুই ধরনের জীবাণুর সংক্রমণে এই রোগ হয়ে থাকে ()‘সালমোনেলা টাইফিএবং () ‘সালমোনেলাপ্যারা টাইফি 
সালমোনেলা টাইফির সংক্রমণে যে জ্বর হয় তাকে টাইফয়েড জ্বর বাএন্টারিকফিভারবলে আর যদি জ্বর সালমোনেলা প্যারাটাইফির নামক জীবাণুর কারণে হয় তখন তাকে প্যারাটাইফয়েড জ্বর বলে  
প্রধানত দূষিত পানি খাবার গ্রহণের মাধ্যমেই এই জীবাণু শরীরে প্রবেশ করে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি উদাসীনতার কারণেও এটি শরীরে প্রবেশ করতে পারে এছাড়াও টাইফয়েড জ্বর হতে আরোগ্য লাভ করেছেন কিন্তু এই ব্যাকটেরিয়া বহন করছেন এমন কিছু সংখ্যক ব্যক্তিও এই রোগের বাহক হতে পারে এই জীবাণু শরীরে যেভাবেই প্রবেশ করুক না কেনো ঢুকার পর তা বৃহদান্ত্রকে আক্রমণ করে এছাড়া এই ব্যাকটেরিয়া শরীরের পিত্ত থলিতে জমা থাকে এবং উপযুক্ত পরিবেশ পেলেই কেবল আক্রমণ করে

টাইফয়েড জ্বরের লক্ষণ কি ?
টাইফয়েড রোগের জীবাণু দেহে প্রবেশের সাধারণত ১০ থেকে ১৪ দিন পর এই রোগের লক্ষণ প্রকাশ পেতে থাকে প্রথম সপ্তাহে টাইফয়েড রোগের প্রধান উপসর্গ হল জ্বর এবং জ্বর কখনো বাড়ে, কখনো কমে; তবে কোনো সময় সম্পূর্ণ ছেড়ে যায় না, কোষ্ঠকাঠিন্য, মাথাব্যথা, জিহ্বার উপরিভাগে ময়লা জমা ইত্যাদি শিশুদের ক্ষেত্রে ডায়রিয়া বমি হয় দ্বিতীয় সপ্তাহে জ্বরের সঙ্গে পাতলা পায়খানা শুরু হয় সময় প্লীহা বড় হয়ে যেতে পারে কারো কারো জ্বরের সঙ্গে কফ বা কাশি হতে পারে হার্ট রেট বা হৃদ স্পন্দন কমে যেতে পারে ওষুধ চলা অবস্থায়ও সপ্তাহ খানেক জ্বর থাকতে পারে যদি ঠিক মতো চিকিৎসা না হয় তবে তৃতীয় অথবা চতুর্থ সপ্তাহে পরিপাক নালীতে নানা রকমের জটিলতা সৃষ্টি করতে পারে জ্বর দীর্ঘস্থায়ী হলে ক্ষুদ্রান্ত্র ফুটো হয়ে যেতে পারে অথবা পরিপাক নালী থেকে রক্তপাত হতে পারে


টাইফয়েড রোগের প্রতিকার কি ?
টাইফয়েড জ্বর প্রতিরোধে তিন ধরনের টিকা আছে একটি মুখে খাওয়ার এবং বাকি দুটি ইনজেকশন তবে টিকা ব্যবহারে সফলতার হার ৫০ থেকে ৮০ ভাগ দু বছরের বেশি বয়সী শিশুরা টিকা নিতে পারবে টিকা কার্যকর থাকে তিন বছর  
ভ্যাক্সিনের পাশাপাশি নিম্ন লিখিত পদক্ষেপ সমূহ গ্রহণ করা দরকার :
  • শাক সবজি, ফলমূল এবং রান্নার বাসন পত্র সবসময় পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে
  • খাবার ভালভাবে রান্না বা সিদ্ধ করে তারপর খাওয়া উচিত
  • খাবার গ্রহণ, প্রস্তুত বা পরিবেশনের পূর্বে খুব ভালভাবে হাত ধৌত করতে হবে
  • পর্যাপ্ত পরিমাণে ফুটানো পানি বা পরিশোধিত পানি সংরক্ষণ করতে হবে এবং পানি যাতে দূষিত হতে না পারে সেজন্য ২৪ ঘণ্টার মধ্যে সংরক্ষণ কৃত সেই পানি পান করা উচিত
  • বোতল জাত, পরিশোধিত বা ফুটানো পানি হতে বরফ তৈরি করা না হলে সেই বরফ মিশিয়ে পানি বা অন্য কোন পানীয় পান করা হতে বিরত থাকতে হবে
  • রাস্তার পার্শ্বস্থ দোকানের খাবার গ্রহণ এবং পানি পান করা থেকে বিরত থাকা উচিত
  • টয়লেট সব সময় পরিষ্কার রাখতে হবে
  • টয়লেট ব্যবহারের পর, শিশুকে পরিষ্কার করার পূর্বে, খাবার প্রস্তুত বা পরিবেশন করার পূর্বে, নিজে খাওয়ার পূর্বে বা শিশুকে খাওয়ানোর পূর্বে সাবান দিয়ে ভালভাবে হাত পরিষ্কার করতে হবে


টাইফয়েড জ্বরের জন্য কি পরীক্ষা বা ল্যাবরেটরী টেস্ট করতে হয় ?
প্রথম সপ্তাহে টাইফয়েড জ্বর নির্ণয় করা কঠিন সেক্ষেত্রে রোগের ইতিহাস কিছুটা সাহায্য করে যেমন ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকা, তাপমাত্রার তুলনায় নারীর গতি কম সময় ল্যাবরেটরী পরীক্ষার মধ্যে রক্তের কালচার অর্থাৎ Blood C/S পরীক্ষাটি গুরুত্বপূর্ণ
দ্বিতীয় সপ্তাহে ভিডাল অর্থাৎWidal টেস্ট করতে হবে  
এছাড়া দ্বিতীয় তৃতীয় সপ্তাহে প্রস্রাব কালচার (Urine C/S) পায়খানার কালচার (Stool C/S) পরীক্ষা করতে হবে

টাইফয়েড জ্বরের চিকিৎসা কি ?
জ্বর ব্যথার জন্য প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট দিনে - বার সেবন করা যাবে (চিকিৎসকের পরামর্শ অনুযায়ী) জ্বরের মূল চিকিৎসা করা হয় এন্টিবায়োটিক ঔষধ মাধ্যমে যে অ্যান্টিবায়োটিক দিয়েই শুরু করা হোক না কেন, চিকিৎসা ১০থেকে ১৪ দিন পর্যন্ততা অব্যাহত রাখতে হয়

টাইফয়েড জ্বরের জন্য এন্টিবায়োটিক ঔষধ গুলো কি কি ?
টাইফয়েড জ্বরের জন্য এন্টিবায়োটিক ঔষধ গুলো লো :
ক্লোরামফেনিকল, কোট্রাইমোক্সাজল, এমোক্সিসিলিন, সিপ্রোফ্লক্সাসিন, ওফ্লক্সাসিন, ফিফ্লক্সাসিনসেফিক্সিম , সেফ্ট্রিক্সন
যেকোনো একটি এন্টিবায়োটিক অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে এখানে বলে রাখা ভালো ক্লোরামফেনিকল’  এর খারাপ ও মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া থাকার কারণে এই এন্টিবায়োটিক বর্তমানে ব্যবহৃত হচ্ছে না

No comments:

Post a Comment